বাগেরহাটের ফকিরহাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) বিকেলে উপজেলার পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাগেরহাট জেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ১ (চিতলমারী ফকিরহাট মোল্লাহাট) আসলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখার আহমেদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন, ফকিরহাট উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু, গাজী গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, শেখ এনামুল, রবি ফকির, সাবিতুল ইসলাম সাগর, আসাদুজ্জামান পলাশ, মোজাহিদুল ইসলাম সুমন, মেহেদী হোসেন, আল আমিন মল্লিক, আরব মল্লিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভায় পিলজংগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিলজংগ ইউনিয়ন বিএনপি নেতা শেখ আসাদুজ্জামান বাবলু এবং আব্দুল বারিক মোড়ল।
Please follow and like us: