২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন




ফুলবাড়ীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৪, ১৬:৫৮ | 664 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬অক্টোবর) বেলা ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নীমতলা মোড়ে সড়কের পাশে দাড়ীয়ে উপজেলার ৭টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফয়জার, সিরাজুল, গউর, তসলিম, কাঞ্চন , মান্নান, কামাল, নুর, লিটন, সনি, রবিউল, দিলিপ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পরিষদ। প্রান্তিক জনগনের যে কোন সংকট সমস্যা সমাধানের সিংহভাগই হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে। এমনকি এই মুহুর্তে উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরাও নেই। তাই এই সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ করলে জনদুর্ভোগ পৌঁছাবে চরমে। বন্ধ হয়ে যাবে নাগরিক সেবা। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ইউপি সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET