এবার ঈদ ও পহেলা বৈশাখ প্রায় একই সময়ে হওয়ায় দুটি উৎসবের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ৫দিন ব্যাপী ঈদ আনন্দ পুর্ণমিলনী ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের উপশহরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ও পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর অলমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করে দেখেন। মেলার প্রথমদিন ঈদের দিন দুপুর থেকেই মেলা চত্বরে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।
পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, ফুলবাড়ী শহরে বিনোদনের তেমন কোন জায়গা নেই,তাই বছরের বিশেষ দিন গুলোতে পৌরবাসী পরিবার পরিজন নিয়ে আনন্দ- বিনোদন উপভোগ করতে পারছেন না । তাই পৌরবাসীসহ ফুলবাড়ীর সবার মাঝে ঈদ ও বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে পৌরসভার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।