
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পার্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তলাম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মুনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক (অতি:দা:)ময়নুল হক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। প্রশিক্ষণে শিক্ষার্থী,গণমাধ্যমকর্মিসহ বিভিন্ন শ্রেনীপেশার ২৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এসময় ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা করা হয়।