দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী জি.এম. পাইলট উচ্চ বিদ্যায়ের মুল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় তারা “দফা এক দাবি এক হেড মাস্টারের পদতাগ” স্লোগান দিতে থাকেন।
অসৌজন্যমুলক আচরন, নিয়োগ বানিজ্য, বিসাবে দুর্নিতি ও আশানুরুপ ফলাফল না হওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন এর পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবর ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এতে বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন জানান, কিছু ব্যাক্তি উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাকে হেও করার জন্য কমলমতি শিশুদের দিয়ে এসব করছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহিন এবং বানোয়াট।
বিষয়টি নিয়ে কথা বললে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল বলেন, তারা একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এবিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা বিষয়টি তদন্ত করে আমার কাছে রিপোর্ট জমা দেবেন। তদন্ত রিপোর্ট পেলে যাচাই করে সে অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us: