৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ। 

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৪, ২১:৩০ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশে শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষকসহ সর্বস্থরের জনতা।
বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দলে দলে সমবেত হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্থরের জনতা।
এরপর সকাল সাড়ে ১০টায় বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করেন তারা। পৌর শহরের ঢাকা মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় নিমতলা মোড়ে এসে সড়ক বেরিগেট দিয়ে দুই ঘন্টা ব্যাপী সমাবেশ করেন আন্দোলনকারীরা। সারা দেশে ছাত্র এবং সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে এই বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
“তোমার কোটা তুমি নাও, আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দাও”,‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না,ভুয়া ভুয়া এসব স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিক্ষক সঞ্জিব কুমার জিতু, অভিভাবক এসএম নুরুজ্জামান। এতে অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তারের নাগরিক অংশ গ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকরাও আসেন, তাঁরাও সেখানে একসাথে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ছাতা আনলেও বেশিরভাগ আন্দোলনকারীরা বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ করেন। অনেকে মাথায় লাল ফিতা বেঁধেছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দাড়িয়ে থাকতে দেখা গেছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রকাশ্যে গুলি করে মারছে। অন্যায়ভাবে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। আমাদের ভাই-বোনদের টর্চার করছে, হত্যা করছে। তাই আমরা মাঠে নেমেছি। আমরা ভয় করিনা কত গুলি আছে, চালান আমাদের বুকে। তাই বৃষ্টিতে ভিজেই আন্দোলন করছি, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান , আমরা গনতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ তাদের ‘গুলি করে মারছে কেন? কি দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র অধিকারের কথা বলা যাবে না। সন্তানদের পাশে দাড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদেও পাশে আছি। আমারা শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET