৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা ১১জনের নামে মামলা




ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা ১১জনের নামে মামলা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৪, ০১:০২ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েল (৩৫) এর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১১জনের নাম উল্ল্যেখ করে মামলা। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে মামলার ১নং আসামী কাজিহাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েল এর ওপর এ হামলা চালানো হয়। আহত স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েল উপজেলার কাজিহাল ইউনিয়নের মীর পুকুর গ্রামের রুহুল আমিন এর ছেলে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় আহত জুয়েলের বাবা রুহুল আমিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

মামলা সুত্রে জানাযায়, আবু বক্কর সিদ্দিক জুয়েল (৩৫), উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী মোড়ে মুদি দোকান করে। অভিযুক্তরা বিগত দিনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক রতন এর ছত্রছায়ায় থেকে শত অন্যায় করেও পার পেয়ে আসছিল। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করতো না। গত ২১ আক্টোবর সন্ধা ৭টায় আসামী ফিজার ও মেহেদুল, সেচ্ছাসেবক দল নেতা জুয়েলের দোকানে এসে জোরপূর্বক জ্বালানী তেল দিতে বললে জুয়েল তাদেরকে পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে বলে। এতে তারা জুয়েলের উপর ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে হাতে ধারালো ছোরা, লাঠি সোটা নিয়ে আবু বক্কর সিদ্দিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জুয়েলকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে এবং এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। দোকানের র‌্যাক সহ অন্যান্য মালামাল ভাংচুর করে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়। এসময় জুয়েল তাদের বাঁধা দিতে গেলে তারা লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদিক জুয়েল কে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ কুপিয়ে জখম করে। চিৎকার শুনে তার বাবা সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে আসামীরা পালিয়ে যায়। এসময় জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধায় পৌর শহরের বাস্টান্ডে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম বলেন, গত ৫ আগষ্টের পর কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিক রতন দির্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে আবারও তান্ডব সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে উপজেলার পুখুরী মোড়ে তার হুকুমে একদল ক্যাডার বাহিনি কাজিহাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েলের উপর হামলা করে কুপিয়ে জখম করেছে। তিনি এ ঘটনায় দোষীদের গ্রোফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবকদল নেতা হামলার ঘটনায় তার বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET