১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীীতে ১৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২৪, ২০:০৪ | 625 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধা পর্যন্ত অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর সদর উপজেলার পাতলশা সরকার পাড়ার শ্রী গনেশ চন্দ্রের ছেলে শ্রী মিলন চন্দ্র (২৪), একই উপজেলার আব্দুল কুদ্দুস এর ছেলে মাসুদ রানা (১৯)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানায় তার নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌর শহরের ঢাকা মোড অবস্থান করে,সেই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-০৪১৭, ট্রাকটি ঢাকা মোড়ে আসলে অবৈধ মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি ট্রেচার কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল(ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় দেখতে পেয়ে নিচে নামিয়ে বড় ট্রেচার কালো ব্যাগ থেকে ১৩৫ বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগ থেকে ৬৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুটি ব্যাগে বিশেষ কৌশলে রাখা মোট ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নেয়া হয়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET