
দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উৎসবমুখুর পরিবেশে উদযাপন করা হয়েছে রজত জয়ন্তী।
শনিবার (৮ফেব্রুয়ারী) দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়।
কলেজটির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শোভাযাত্র্ আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিন করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপি’র সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল।
এছাড়াও রজত জয়ন্তি উপলক্ষে না না কর্মসূচি পালন করে কলেজটি, আর এই রজত জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে মাথায় হলুদ ক্যাপ, হাতে ব্যাগ আর ব্যান্ড সংগীতের সুরের মূর্ছনায় নতুন পুরাতনের মহামিলনে সমবেত হয় শত সহস্র শিক্ষার্থী।
জানাগেছে ১৯৯৫ সালে পৌর শহরের উপশহর এলাকায় খোলামেলা জায়গায় প্রতিষ্ঠিত হয় ফুলবাড়ী উপজেলা একমাত্র উচ্চ নারী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি। কলেজিটি ২৫ বছর পার করেছে অনেক আগেই। করোনার কারণে ৩০ বছরে এসে রজতজয়ন্তী উৎসব পালিত হলো।
কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণির শিক্ষা সম্পন্ন করে বেরিয়ে দেশ-বিদেশে গেছে । কিন্তু রজতজয়ন্তীর ডাকে সাড়া দিয়ে তারা আবার একত্রিত হয়ে উৎসবের এই মহামিলন মেলায় যোগ দিয়েছে।
এদিকে রজত জয়ন্তী উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি। ক্যাম্পাস চত্বরটি ঘুরে দেখাযায় বিভিন্ন ফুলের সুঘ্রাণে মোহিত করেছে ক্যাম্পাসকে, রংবেরঙের ফুলের বাহার,টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে সোন্দর্যমন্ডিত বিভিন্ন রঙের ছোট্ট প্রাচীর,কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা পশ্চিম দিকে দেখা যাচ্ছে পুকুর, সেই পুকুরে চাষের মাছ, রংবেরঙের একুরিয়াম মাছ, পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু কলেজটিকে নতুন রুপে সাজিয়েছে। এর মধ্যে নবীন- প্রবীণ শিক্ষার্থী, দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠে কলেজের প্রাঙ্গন।