
দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচিত পৌর এলাকার স্বজনপুকুর গ্রামে ধারাবাহিক ৫দিনের অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাকিল হোসেন (২৫) ও নুহু (১৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৯টায় স্বজন পুকুর বুন্দিপাড়া গ্রামে মজনু মিয়ার বাড়ীতে আগ্নিকান্ডের সময় দৌড়ে পালিযে যাওয়ার পথে গ্রামবাসীদের সহায়তায তাদের আটক করা হয়।
পুলিশের হাতে আটক শাকিল হোসেন স্বজপুকুর মরপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে ও নুহু নবাবগঞ্জ উপজেলার তেপুকুরিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে রহস্যজনক অগ্নিকান্ডের মধ্যে গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টায় আবারো ওই গ্রামের মজনু মিয়ার খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ধৃত যুবকদ্বয় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হলে গ্রামবাসীদের সহযোগীতায় তাদের আটক করা হয়।