বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মুহাম্মদ নাসির উদ্দিন। গত ৭ অক্টোবর জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির পুর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নগর গ্রামের কৃতি সন্তান মুহাম্মদ নাসির উদ্দিন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং এ ছাগলনাইয়া উপজেলা ও ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কারিগরি শাখা) নির্বাচিত হন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালেও তিনি ছাগলনাইয়া উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কার প্রাপ্ত হন।