গতকাল ১০ অক্টোবর ফেনী ট্রাভেল এজেন্টস্ এসোসিয়েশন’র দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। ফেনীর ট্রাভেল এজেন্টস্’র সত্ত্বাধিকারীদের উপস্থিতিতে সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ট্রাভেল ইনফিনিটি ’র স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাজী জাফর ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া অন্য অন্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি নিউ নাভা ট্রাভেলস’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইসরাফির আজাদ, সহ-সভাপতি আল-সাইফুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, মহিপাল আনন্দ ট্রাভেলস’র স্বত্বাধিকারী স্বপন দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক সাদ ট্যুরস’র স্বত্বাধিকারী নুরুল আফসার মিলন, স্ক্যাই স্টার ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী নাজমুল হোসেন লাভলু, অর্থ সম্পাদক মহিপাল এয়ার ইন্টারন্যাশেনাল’র স্বত্বাধিকারী আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিএস ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী মেহরাব হোসেন মেহেদী।
এ ছাড়া কার্যনিবাহী সদস্য হলেন যারা- হাজী ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জিল্লুর রহমান, মক্কা মদিনা হজ্ব কাফেলার স্বত্বাধিকারী ইকবাল হোসেন, ফেনী সিটি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির, ফাতিহা-নুর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোতালেব পাটোয়রিী।
Please follow and like us: