কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ শনিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ২০২৪ সালে মাদরাসায় সর্বোচ্চ উপস্থিতি-সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা শিক্ষক আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল খালেক, আব্দুর রহমান মিয়াজান, আব্দুল হক, স্থানীয় মসজিদ খতিব মাওলানা মুনসুর আলম, মাদরাসা শিক্ষক মাওলানা তারেক মনোয়ার, হাফেজ ক্বারী আবু সাঈদ, নেছার উদ্দিন, হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম হাসানের বড় ছেলে মাহমুদুল হাসান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আরাফাত।