বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাতাইর ধূলাঝাড়া এ.ইউ দাখিল মাদ্রাসার ৪তলা ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ উপলক্ষে মাদ্রাসা মাঠে সুধি সমাবেশ মাদ্রাসার সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, জেলা জাপা নেতা সামছুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা যুবসংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, সুপার আলহাজ্ব মাওঃ আব্দুল মোমিন, সহকারী সুপার শাহাদত হোসেন, শিক্ষক শাহা আলম, সামছুল ইসলাম, মুকুল ফকির, জাপা নেতা জাহেদুল ইসলাম খোকা প্রমুখ।