
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাগলনাইয়া উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ সারাদেশ একযোগে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানববন্ধনে একত্রিত হয়ে প্রতিবাদ করেছে। তিনি বলেন, সারা বিশ্বের একজন অবিসংবাদিত নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে যারা লিপ্ত হয়েছে তারে গর্হিত ও নিন্দনীয় কাজ করেছে। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা নিয়েও সারা দেশে এক শ্রেনীর লোক ধর্মীয় অনুভূতি ও আবেগ সৃষ্টি করছে যা একেবারে উপক্ষণীয় নয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, শিক্ষা অফিসার মহি উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রহমত উল্যাহ শান্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইদুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া, বন কর্মকর্তা আনোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর ছিদ্দিক সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।