২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বড়পিলাকে নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত




বড়পিলাকে নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৪, ১৭:৫৬ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠে নাইট শটপিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৫অক্টোবর) রাত ৮টায় বড়পিলাক বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে,স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন,২০ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি জোন উপ-অধিনাক মেজর জুনায়েদ বিন কবির।প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো.সোহাগ। বিশেষ অতিথি ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউছুফ,সাধারণ সম্পাদক আরমান হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.আইয়ুব আলী ডালিম প্রমুখ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,বড়পিলাক ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এবং সাখাওয়াত হোসেন নার্সারির সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে।ফাইনাল ম্যাচটি বড়পিলাক একাদশ বনাম হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের মধ্যে অনুষ্ঠিত হয়।নির্ধারিত ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে বড়পিলাক একাদশ ৮৬ রান তুলে।খেলায় বিজয়ী দল হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের ব্যাটসম্যানরা ৮৬ রান টপকিয়ে ৫ উইকেটে বিজয়ী হন। ম্যান অব দ্য ম্যাচ হন মো.আলী।সেরা উইকেট শিকারী মো. আলী,ম্যান অব দা টুর্ণামেট হন মো. হামিদ।  ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

আয়োজকরা জানান,এই প্রথম গুইমারা উপজেলায়,নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।খেলার মাধ্যমে সমাজ থেকে মাদক সহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই আয়োজন।প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।মানুষ ম্যাচটিকে আগ্রহের সাথে উপভোগ করেছে।ধারাবাহিকভাবে খেলারটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।উল্লেখ্য ৫ সেপ্টেম্বর ২০২৪ শুরু হওয়া ম্যাচটি ২৫ অক্টোবর২০২৪  ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET