৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বড়পুকুরিয়া কয়লা খনি ভূ-গর্ভে চায়নিজ শিফট সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু




বড়পুকুরিয়া কয়লা খনি ভূ-গর্ভে চায়নিজ শিফট সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৫, ০০:২৩ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মি. ওয়াং জিয়াং গো (৫৬) নামে এক চিনা শিফট সুপারভাইজার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ( কয়লা নির্গমন পথ) ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়োকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নিহত মি. ওয়াং জিয়াং গো খনির উৎপাদন কার্যক্রম তদারকি করতেন এবং তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতায়লী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত চাইনিজের সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন।
এ ঘটনায় খনিতে কর্মরত অন্যান্য শ্রমিক ও প্রকৌশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ও চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বললে কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৫ টার দিকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর ভূগর্ভে ১৩০৫ নং ফেইসের (কয়লা নির্গমন পথ) ট্র্যাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট গুলি বের করার সময় গৎ. ডধহম স্টিল রোপের সাথে আটকে যায়। মিস্টার ওয়াংকে স্টিল রোপ থেকে মুক্ত করতে অন্য একজন চাইনিজ শ্রমিক রিহপয দ্বারা স্টিল রোপ টান দেওয়ায় মিস্টার ওয়াং সাপোর্টের সাথে আটকে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, চাইনীজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মৃতদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET