
নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনঅগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে উপজেলার ২৫০৪টি পরিবারের মধ্যে ১ম দফায় ১২৫ টি পরিবারের মাঝে ১টি করে উন্নতজাতের ক্রসব্রীড বকনা গরু এবং ১২৫ কেজি দানাদার খাবার বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী দুপুর ১২টায় বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপ-প্রকল্প পরিচালক ডাঃ আনোয়ার সাহাদৎ সোহেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা ভেটেরীনারী সার্জন ডাঃ নাজমুল হোসেন তৌফিক প্রমূখ।