৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বন্যাদুর্গতদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে প্রাণের টানে রক্তদান।




বন্যাদুর্গতদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে প্রাণের টানে রক্তদান।

সাফায়েত উল্লাহ মিয়াজী, ভিক্টোরিয়া কলেজ করেসপন্ডেন্ট,কুমিল্লা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২৪, ২১:৫৯ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বন্যার কবলে পড়ে যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বন্যাদুর্গত লোকজন পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সেই সব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’। সোমবার দিনব্যাপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পিপড্ডা এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে তারা। চিকিৎসা সেবা প্রদান করেন, কুমিল্লা মডার্ণ হসপিটালের মেডিকেল অফিসার ডা. আবু তারেক আলম। এসময় প্রাণের টানে রক্তদানের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, আরিফ প্রধানীয়া, সোহেল রানা, মাছুম বিল্লাহ, শাহাদাত হোসেন মিলন, কুমিল্লা ইউনিটের আহবায়ক ইউনুস হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন নাবিল, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার, সদস্য ফয়সাল রাব্বি, শরিফুল ইসলাম ও মো. রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণের টানে রক্তদান সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে সমাজসেবামূলক কাজ করে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET