বন্যার কবলে পড়ে যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বন্যাদুর্গত লোকজন পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সেই সব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’। সোমবার দিনব্যাপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পিপড্ডা এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে তারা। চিকিৎসা সেবা প্রদান করেন, কুমিল্লা মডার্ণ হসপিটালের মেডিকেল অফিসার ডা. আবু তারেক আলম। এসময় প্রাণের টানে রক্তদানের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, আরিফ প্রধানীয়া, সোহেল রানা, মাছুম বিল্লাহ, শাহাদাত হোসেন মিলন, কুমিল্লা ইউনিটের আহবায়ক ইউনুস হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন নাবিল, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার, সদস্য ফয়সাল রাব্বি, শরিফুল ইসলাম ও মো. রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণের টানে রক্তদান সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে সমাজসেবামূলক কাজ করে আসছে।