বাংলাদেশে স্মরণকালের সর্বোচ্চ ভয়াবহ বন্যায় দূর্গত অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর আহবান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুস সাত্তার।
আজ শনিবার (৩১ আগস্ট) সকালে ধানবান্দি মতিসাহেবের ঘাট নিজস্ব কার্যালয় হতে বন্যায় দূর্গত অসহায় মানুষদের জন্য নগদ এক লক্ষ টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে নগত টাকা তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বন্যায় বাধ্য হয়ে অসহায় মানুষজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রসমূহে গত কয়েক দিন থেকে বাধ্য হয়ে অবস্থান করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে তারা শিশু সন্তান, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।
বন্যার পানিতে সীমাহীন কষ্ট, দুঃখ-দুর্দশা-দুর্ভোগে পড়া মানুষগুলোর জীবনে কিছুটা স্বস্তি দিতে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর প্রচেষ্টা চলমান থাকবে।