বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) নির্বাচনিয় প্রচারনায় অংশগ্রহণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার। রবিবার (২৮ মে) সকালে স্থানীয় হোটেল গ্রান্ড পার্কে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বরিশাল ইউমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) সাথে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিজানুর রহমান মজুমদার।
বিএমসিসিআই, সিআইপি প্রেসিডেন্ট মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বরিশাল ইউমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সহ বাঙ্কার সাপ্লাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , রবিউল হোসেন বাবু মজুমদার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।