
একসময়ে সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে মাঠ কাপাত নারী সাংবাদিক দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহনাজ শিমুল। সংবাদ সংগ্রহ ছিল তার দারুন নেশা একহাতেই সামলাত সংসার সংবাদ ও পত্রিকা অফিস।
বর্তমানে এক দুরারোগ্য রোগে ভুগছেন সিরাজগঞ্জের নারী সাংবাদিক শাহনাজ শিমুল। দীর্ঘ এক বছর যাবত রোগে ভুগে নিঃস্ব তার পরিবার। আর আগের মত করতে পারছে না সাংবাদিকতা। পরিবারও করতে পারছেনা চিকিৎসা। বাধ্য হয়ে বাড়িতেই রয়েছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় শুধুমাত্র চোখের জল ফেলে চলেছে নীরবে নিভৃতে।
ইতিমধ্যে এক বছরে তার চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। চিকিৎসার জন্য ঘুরেছেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সদর হসপিটাল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং রাজশাহী মিশনারি হসপিটাল। তবুও ধরতে পারেনি তার রোগ ইতিমধ্যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে ভারতে চিকিৎসার জন্য। দীর্ঘ এক বছর চিকিৎসা করে নিঃস্ব হয়েছে তার পরিবার যে কারণে আর করাতে পারছে না চিকিৎসা। নারী সাংবাদিক শাহনাজ শিমুল আর দশজন মানুষের মত স্বামীর সংসার নিয়ে ফিরতে চায় সাংবাদিকতা পেশায়। বাঁচতে চায় সাধারণত একটা জীবন। তার পাশে ধন্যাঢ্য ও সামাজিক সংগঠন এবং সাংবাদিক সহকর্মীদের সু চিকিৎসার জন্য পাশে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু বলেন একসময় সিরাজগঞ্জের মাঠ থেকে সংবাদ সংগ্রহকারী নারী সাংবাদিক শাহনাজ শিমুল অর্থের অভাবে যদি চিকিৎসা না করতে পেরে মৃত্যুবরণ করে তাহলে আমরা সাংবাদিকরা অকৃতজ্ঞই থেকে যাব। তাই অসহায় সাংবাদিক শিমুলের পাশে সাংবাদিক সহকর্মী সহ সমাজের বিত্তবান মানুষদের পাশে থেকে চিকিৎসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।