
বাগেরহাটের রামপালে আল-আমিন শেখ (৪৫) ও তার সশস্ত্র বাহিনীর হামলায় বিএনপির ১৪/১৫ জন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল উপজেলার কালিকাবাড়ি গ্রামের মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলায় গুরুতর আহতরা হলেন – রামপাল উপজেলার আবুল হাওলাদার (৪৮), ওবাইদুর খলিফা (৪০), বাদল হাওলাদার (৪০) ও জসিম হাওলাদার (৪৮) সহ আরও ১০ /১১ জন।
অভিযোগে জানা যায়, রামপালের বিএনপি নেতা আল আমিন শেখ ও মোঃ মইনুল ইসলাম এর সাথে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে রামপাল উপজেলাধীন বেতকাটা গ্রামস্থ মঞ্জুর মোড় সংলগ্ন পাকা রাস্তা দিয়ে মইনুল ইসলাম ও দলীয় নেতাকর্মীরা যাওয়ার সময় আল-আমিন শেখের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে।
মইনুল ইসলাম ও দলীয় নেতা কর্মীরা বাঁধা দিলে আলামিন ও তার সন্ত্রাসী বাহিনীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন শেখ (৪৫), ফরিদ হাওলাদার (৩৫), শিহাব মৃধা (৪০), লিটন শেখ (২৫), রাজু মৃধা (৪২), সাইফুল শেখ (৪৩ )সহ ১০/১২ জন সন্ত্রাসীরা রামদা, লোহার রোড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।