বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাট জাদুঘর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন ৩ টি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান জামাতে নয় থেকে দশ হাজার মুসল্লী নামাজে অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
বাগেরহাট জাদুঘরের কাষ্টডিয়ান মোহাম্মদ জায়েদ জানান, ঈদের দিন ষাট গম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল ৮ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। প্রথম জামাতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।
খান জাহান আলী মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। ইমামতি করবেন খানজাহান আলী মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ।
অপরদিকে বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায়। ইমামতি করবেন মাওলানা ইমদাদুল হক।
Please follow and like us: