১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে তৃনমুলে জলবায়ু মোকাবেলায় অর্থায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত




বাগেরহাটে তৃনমুলে জলবায়ু মোকাবেলায় অর্থায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৪, ২০:০৬ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৃণমূল পর্যায়ে অর্থায়ন নিশ্চিত এবং বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজনীয়তার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবিতে বাগেরহাটে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দক্ষিপাড়া বালুরমাঠে সাধারণ জনগণ ও এসিজেএসডি যুব গ্রুপের উদ্যোগে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা।
গণশুনানিতে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, মির্জা মেহেদি হাসান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কামরুজ্জামান শিমুলসহ শতাধিক স্থানীয় বাসিন্দা।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় যুবদের প্রশিক্ষণ প্রদান ও সরকারের বরাদ্দ বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
গণশুনানিতে কাড়াপাড়া ইউনিয়নে পানির সংকট সমাধানে গভীর নলকূপ স্থাপনের দাবি উত্থাপন করেন যুব দলের সদস্য মো. রবিউল ইসলাম। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে। এই গণশুনানি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরতে ও মানুষের দাবির-প্রয়োজন বুঝতে একটি কার্যকরী উদ্যোগ হিসেবে প্রশংসিত হবে বলেও মত এলাকাবাসীর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET