২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে বিএনপি নেতা ময়েন ও ব্যবসায়ী রাজার মায়ের দাফন সম্পন্ন – বিএনপি নেতাদের শোক প্রকাশ




বাগেরহাটে বিএনপি নেতা ময়েন ও ব্যবসায়ী রাজার মায়ের দাফন সম্পন্ন – বিএনপি নেতাদের শোক প্রকাশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২৪, ০২:২৬ | 637 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৯০ এর ছাত্র আন্দোলন নেতা শেখ মইনউদ্দিন আহমেদ (জয়েন) এবং বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান (রাজা)’র মাতা (৮০) শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন) তিনি বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বেশ কয়েকদিন ধরে তিনি ইউনাইটেড হসপিটালে আইসিইউ তে ছিলেন। এশার নামাজ বাদ বাগেরহাট শহরের খারদার এলাকায় তার নিজস্ব বাসভবনে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার আত্মীয়-স্বজন ও প্রতিবেশী জানাযায় অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, এস্কেন্দার হোসেন, ফকির তারিকুল ইসলাম, সর্দার লিয়াকত আলী, মাহবুবুর রহমান টুটুল, জাহিদুল ইসলাম শান্ত, সুজন মোল্লা, শেখ জিল্লুর রহমান সহ অনেকে।
তার মৃত্যুতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার স্বামী শেখ মোঃ ইউনুস আলী ২০১২ সালে মৃত্যুবরণ করেন। মৃত কালে তিনি ২ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET