১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে বিষ্ণুপুরে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর লুটপাট ভাঙচুর




বাগেরহাটে বিষ্ণুপুরে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর লুটপাট ভাঙচুর

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৫, ২৩:২২ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট সদর বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে মোস্তাফিজ রহমান ও শেখ রুহুল আমীন গ্রুপের মধ্য বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায়-দফায় হামলায় নারীসহ ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে বাগরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জের ধরে সন্ধ্যায় শেখ রুহুল আমীনসহ তাদের ৮ ভাইয়ের বাড়ীঘর অগ্নিসংযোগ ও  লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
হামলায় উভয় গ্রুপের গুরুতর আহতদেরকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শেখ সায়েল উদ্দিন (৬০), লিটন শেখ (২৫), মামুন মোল্লা (৪২), কেরামত আলী (৩৮), রোজিনা বেগম (৪৫)। আশংকাজনক অবস্থায় মাহমুদ মোল্লাকে (৪৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমীন জানান, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসন তালিমের সাথে কথা বলে বাড়ী ফেরার পথে কুলিয়াদাইড় গ্রামের ভিআইপি মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লা মুস্তাফিজ রহমান গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তার গ্রুপের কয়েকজন আহত হয়। অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোল্লা মোস্তাফিজুর রহমান গ্রুপের নেতা মাসুম মোল্লা জানান, তাদের গ্রুপের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার পথে শেখ রুহুল আমিন গ্রুপের লোকজন বিকেলে তাদের উপর আবার হামলা চালায়। এতে আমাদের গ্রুপের  ৫-৬ জন আহত হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় কুলিয়া দাইড় গ্রামে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় শেখ রুহুল আমিন সহ তাদের আট ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় নারীসহ অন্তত ১৫ জন।
ঘটনার বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, ওয়ার্ড কমিটি গঠনের কর্মসূচির অংশ হিসেবে বিষ্ণুপুর ইউনিয়নে একটি সার্চ কমিটি গঠন করা হয়। আমাদের মধ্যে একটি গ্রুপ আওয়ামী লীগকে তালিকায় ঢোকানোর জন্য তৎপরতা চালায়। ওই এলাকার রুহুল মেম্বারের ভাই আওয়ামী লীগের বড় বড় পদে রয়েছে। তারা আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। তারা এলাকায় জনপ্রিয় হওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনসাধারণ কিছু ঘটনা ঘটাতে পারে।। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় এনে প্রশাসনের প্রতি বিচারের দাবি জানান এই বিএনপি নেতা।
 বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET