সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিএনপি’র সাবেক মহাসচিব আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজ বাদ বাগেরহাট কোর্ট মসজিদে ৯০ এর সাবেক ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটি এই দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন বাগেরহাট কোর্ট মসজিদের খতিব মাওলানা খান রুহুল আমিন। এ এস এম মোস্তাফিজুর রহমান ১৯৩৪ সালের ৮ ই জানুয়ারি বাগেরহাট জেলা সদরের রণ বিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের ৩০ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (ঢাকা) ইন্তেকাল করেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ছিলেন।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা আহবায়ক কমিটির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপি’র আহ্বায়ক ইস্কান্দার হোসেন, সদস্য সচিব ওবায়দুল ইসলাম জুয়েল, ৯০ এর সাবেক ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ ফিরোজ আহমেদ, এডভোকেট হীরক মিনা, বেগ শামীম হাসান, ওয়াসিম উল আজিম, শামীম হাসান আব্দুল্লাহ আল মাহি সৈয়দ জাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
মরহুম মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনজুর মোরশেদ স্বপন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, মনিরুল হক ফরাজী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এবং ৯০ এর সাবেক ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শেখ মইনউদ্দিন আহমেদ।
Please follow and like us: