আগামী তিন বছরের জন্য বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফকির তারিকুল ইসলাম। জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বনি, সদস্য মোহাম্মদ জাহান আলী এবং অপর সদস্য শেখ রহমত আলী স্বাক্ষরিত পত্রে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচিত অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি পদে মোঃ ওবায়েদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল, যুগ্মসম্পাদক মোঃ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম (সেলিম ভূঁইয়া), কোষাধক্ষ খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান।
১৬ সেপ্টেম্বর বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল ১৯ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর নির্বাচন শেষে বিকেলেই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শেষে বাগেরহাট জেলার ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি (১২৫৫) এর সভাপতি পদে আবারও বিজয়ী ঘোষণা করা হয় জনপ্রিয় নেতা মীর কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এর নাম।
Please follow and like us: