বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক কমিটি গঠনের নিমিত্তে তদারকি কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের সকল নির্বাচনী এলাকায় একজনকে আহ্বায়ক ও তিনজনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। রবিবার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কগণ।
বাগেরহাট নির্বাচনী এলাকা -১ এ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে আহবায়ক করে মনিরুল হক ফরাজী, হাদিউজ্জামান হিরো এবং এডভোকেট ফারজানা নিপাকে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকায় -২ এ কামরুল ইসলাম গোরাকে আহ্বায়ক করে ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মঞ্জুর মোর্শেদ স্বপন এবং এডভোকেট মিজানুর রহমান মিজানকে সদস্য করা হয়েছে।
বাগেরহাট নির্বাচনী এলাকা -৩ এ খাদেম নিয়ামুল নাসির আলাপকে আহ্বায়ক করে শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান এবং সৈয়দ নাসির আহমেদ মালেককে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকা -৪ এ শমসের আলী মোহন কে আহবায়ক, সর্দার অহিদুল ইসলাম পল্টু, বেগম রুনা গাজী এবং আব্দুল হালিম খোকনকে সদস্য করা হয়েছে।
Please follow and like us: