
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ ই ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকায় উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট – ২ আসনে নির্বাচন মনিটরিং টিমের প্রধান সমন্বয়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা খান শহিদুজ্জামান মিল্টন, বেদার উদ্দিন ডাকুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম শান্ত, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম।
বাধাল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পিংগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বাধাল ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত করা হয়।
Please follow and like us: