নজরুল ইসলাম চৌধুরীঃ ছাগলনাইয়ায় বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে হিছাছরা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুস শারাফাত আরিপিন নামক এক এসএসসি পরীক্ষার্থী। আরিপিন (রোল নং- ২০০০৩৮, রেজিস্ট্রেশন নং- ১৫১১৮৫৭৪৮৬) ছাগলনাইয়া সরকারী কলেজ ভেন্যুর দ্বিতীয় তলায় ২০২ নং কক্ষে আজ (বৃহস্পতিবার) রসায়ন বিষয়ের পরীক্ষা দিচ্ছে। জানাগেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭ টার সময় আরিপিন’র পিতা সৌদিআরব প্রবাসী মোঃ ইউছুফ (৪৮) ছাগলনাইয়া পৌর এলাকার পুর্ব বাঁশপাড়া গ্রামে নিজ বাড়ীতে স্টোক করে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লা…….রাজিউন)। বাবার আকস্মিক মৃত্যুতে আরিপিন রসায়ন বিষয়ের পরীক্ষা দিবেনা সিদ্ধান্ত নিলেও স্বজনরা তাকে পরীক্ষা কেন্দ্র নিয়ে আসেন। বিকেল ৫ ঘটিকার সময় আরিপিনের বাবার কাফন দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। আরিপিনের বাবা মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে যান।