
বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, বাল্য বিবাহ নয় মেয়েদের সম্পদে পরিণত করতে হবে৷ তিনি বলেন, অপ্রাপ্ত বয়সে একটি মেয়েকে বিবাহ দেয়ার পরিকল্পনা করা মানে
তাকে মৃত্যুর দিকে ধাবিত করা। বর্তমান সরকার নারী বান্ধব উল্লেখ করে সোহেল চৌধুরী বলেন, মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার লক্ষে সরকার উপবৃত্তির ব্যবস্থা চালুসহ চাকুরি ক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ কোটার সুযোগ রাখা হয়েছে। বাল্য বিবাহ নির্মূলে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহবান জানান তিনি।

ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, ইমাম, নিবন্ধিত কাজী, ধর্মীয় নেত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি পেশাজীবী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর শাহেনা বেগম ও হাফেজ মাওঃ মোঃ জামাল উদ্দিন।