গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে ফেরার সময় বাঘেরবাজারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আক্রমন চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিক্ষার্থীসহ আহত হয়েছে ৩জন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, সাফারি পার্ক থেকে ফেরার সময় বাঘেরবাজার এলাকায় পৌছালে ওই এলাকার আতাব উদ্দিনের ছেলে মুক্তার হোসেন ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে বাসে আক্রমন চালায়। এ সময় দুটি বাসে মোট ১০০শিক্ষার্থী, ৫জন শিক্ষক ও ৫ বাবুর্চি ছিল। আক্রমনে সামনের বাসে থাকা চালক জয়নাল আবেদীন আহত হয়েছে। পরে পেছনের বাসেও আক্রমন চালানো হয়। এতে ওই বাসে থাকা দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এ ঘটনায় হোতাপাড়া পুলিশ ফাঁরিতে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
হোতাপাড়া পুলিশ ফাঁরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমূল ইসলাম জানান, বাঘেরবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে আক্রমন করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে।