
বিএনপিতে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। গত ১৭ বছর ধরে হাসিনা সরকার এদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে ইতিহাস সৃষ্টি করেছে। এখন স্বৈরাচার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। ২৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরে পথসভায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।
তিনি মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে মোল্লাহাট ফকিরহাট কাটাখালি নওয়াপাড়া ফয়লাহাট এবং মংলায় পথসভা বক্তৃতা করেন। বিএনপি নেতাকর্মী তাকে মোল্লাহাট ব্রিজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মংলা পর্যন্ত নিয়ে আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পথসভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা শেখ অজিয়ার রহমান, মংলা পৌর বিএনপি নেতা শেখ ইমরান হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির তহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: