২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি নেতা নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণীর ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক




বিএনপি নেতা নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণীর ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৫, ১৯:৪৬ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণী পেয়ারা বেগম (৬০) আর নেই। শনিবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্বামী, ১কন্যা, ৩ পুত্র ও আত্মীয়স্বজন-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর কুমিল্লার নাঙ্গলকোটের কালেম গ্রামের প্রস্তাবিত নজির আহমেদ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে একই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম পেয়ারা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করে শোক বার্তা প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম এবং জেলা,  উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  পেয়ারা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং  তার শোকাহত পরিবারবর্গের গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। এছাড়াও পেয়ারা বেগম ধর্মপরায়ণ ও পরোপকারী মহিলা এবং এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন উল্লেখ করেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব পেয়ার বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET