৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত




বিরলে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৪, ০৪:১৩ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিবলে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিরল কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ সড়কে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম অরু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন আর্মী, বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব হোসেন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীরমুক্তিযোদ্ধার সন্তান শফিকুল আজাদ মনি, বীরমুক্তিযোদ্ধার সন্তান মোশাররফ হোসেন মানিক, বীরমুক্তিযোদ্ধার সন্তান মাহফুজুল হাসান লিয়ন, বীরমুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্রদল-ছাত্রশিবির নিজেরা যখন পাবেনা তখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আন্দোলনকারীরা আন্দোলনের নামে বীরমুক্তিযোদ্ধাদের অসম্মান করছে। পৃথিবীর বহু রাষ্ট্র পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য কোটা প্রথা চালু রেখেছে। বাংলাদেশেও সমতা আনার জন্য এই কোটা প্রথা চালু আছে। মহান মুক্তিযুদ্ধের সময় জীবনবাজি রেখে বীরমুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যারা আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছেন, যারা এদেশের সম্পদ হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছেন সেই সব রাজাকাররা যুদ্ধ পরবর্তী সময়ে যখন নিজেদের বাজাকার হিসেবে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করতো অথচ এখন একটি গোষ্ঠী আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লজ্জাজনক স্লোগান দেওয়াচ্ছেন। আমাদের শুনতে এবং বলতে ঘৃণা লাগে, আমরা চাই সঠিক তথ্য জেনে যৌক্তিক দাবি আলোচনার মধ্য দিয়ে উত্থাপন করা হোক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET