
দিনাজপুরের বিরলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপজেলার সুনামধন্য একমাত্র মাধ্যমিক সরকারি প্রতিষ্ঠান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের দ্রুত যোগদান ও বিদ্যালয়ের কোন শিক্ষক-কর্মচারীদের পদত্যাগ না মানার দাবি জানিয়েছে অত্র স্কুলের শিক্ষার্থীগণ।
২৫ আগষ্ট (রবিবার) সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল হাসান (দুলু), অফিস সহকারী আব্দুল মালেক এর যোগদান ও বহিরাগত কিছু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্তৃক হেনস্থার হাত থেকে রক্ষার দাবী’তে উপজেলা পরিষদ চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন দিয়েছে শিক্ষার্থীরা। উপজেলা চত্বরে বিদ্যালয়ের কোন শিক্ষকের পদত্যাগ মানি না মানবো না হতে দিবো না বলে স্লোগান তুলে ও তাদের হাতে “আমাদের বিদ্যায়ের কোন শিক্ষকের পদত্যাগ চাইনা” তারা আমাদের শিক্ষাগুরু তাদের হাতে শিক্ষা জীবন শুরু” লিখিত প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘসময় অবস্থান করেন। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল হাসান (দুলু), অফিস সহকারী আব্দুল মালেক সহ কিছু শিক্ষক-কর্মচারীদের বহিরাগত কিছু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্তৃক হেনস্থার হাত থেকে রক্ষার দাবী’তে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদনে জানায়। লিখিত আবেদনে শিক্ষার্থীরা জানায় আমরা বিরল সরকারি পাইট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনিতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের প্রধান শিক্ষক স্যার সহ অন্যান্য শিক্ষক মহোদয়ের সার্বিক ত্বাবধানে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে বিদ্যালয়ে অধ্যয়ন করে আসতেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে বহিরাগত কিছু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করে সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে বিভিন্নভাবে হেনস্থার শিকার করার এবং বিদ্যালয়ের পাঠদান কার্যকক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমরা আপনাকে বিনয়ের সাথে জানাচ্ছি যে, আমাদের পিতৃতুল্য শিক্ষকদের সম্মানহানী হউক এটা আমারা চাইনা এবং বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি হউক এটাও চাইনা। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
Please follow and like us: