১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরলে বুরো বাংলাদেশ এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৫, ২১:২৯ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বুরো বাংলাদেশ বিরল শাখার আয়োজনে গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ৪ টায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। বুরো বাংলাদেশ দিনাজপুর শাখার এরিরা ম্যানেজার সাদাত হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বুরো বাংলাদেশ দিনাজপুর শাখার জোনাল ম্যানেজার আলমঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, বিরল উপজেলা শাখার ছাত্র সমন্বয়ক মনির হাসান, বুরো বাংলাদেশ বিরল শাখার ম্যানেজার আহম্মদ আলী সরকার, ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হকসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ।
ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, বিরল উপজেলা রাণীপুকুর ইউনিয়নে গরীব-দুঃখী ও শীতার্ত মানুষদের মাঝে বুরো বাংলাদেশ শীতবস্ত্র বিতরণ করছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, উত্তরবঙ্গের যে জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি দেখা দেয় তার মধ্যে দিনাজপুর অন্যতম। বুরো বাংলাদেশ ১৯৯০ সাল থেকে জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে। তারই অংশহিসেবে শীতবস্ত্র উপহার দিয়ে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET