দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ০২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার মধ্যরাত ১২: ৪৫ টার দিকে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি’র রামচন্দ্রপুর বিওপি’র মৌচুষা (দিপাপাড়া) ৩২৯ এর ৮ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, (০১) শ্রী পঞ্চানন রায় (৩৩) পিতা- শ্রী প্রভাস চন্দ্র রায়, গ্রাম- টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর। (০২)তাপসী রানী রায় (৩০) স্বামী- পঞ্চানন রায়, গ্রাম- টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর। (০৩)তপু রায় (২০) পিতা- পরেশ চন্দ্র, গ্রাম- সুজালপুর, থানা- বীরগঞ্জ জেলা দিনাজপুর।। (০৪) পাওলিনা হেমরম (১৩) পিতা- হরেন হেমরম, গ্রাম- বিন্দাবনপুর গোদাগাড়ী রাজশাহী (০৫)দিপ্ত চন্দ্র রায় (০৩) পিতা- পঞ্চানন রায়, মাতা- তাপসী রানী রায় টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর।জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে রামচন্দ্রপুর বিওপি’র মৌচুষা (দিপাপাড়া) ৩২৯ এর ৮ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে রামচন্দ্রপুর বিওপির নায়েক বদিউজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রামচন্দ্রপুর বিওপির নায়েক বদিউজ্জামান জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্র বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের বিওপি’র মৌচুষা (দিপাপাড়া) বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত ৩২৯ এর ৮ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত পারাপারের সময় রাজশাহী ও দিনাজপুর জেলার বিভিন্ন বয়সী ০৫ জনকে আটক করে। আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।
এবিষয়ে বিরল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছবুর জানান সকাল ১২ টার দিকে রামচন্দ্রপুর বিওপির থেকে ০৫ জনকে থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলমান রয়েছে। তবে আটককৃত ৫ জনের মধ্যে ২ জন শিশু রয়েছে তাদের দুইজন কে তাদের অবিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us: