দিনাজপুরের বিরল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি মোটরসাইকেলসহ শাহিনুর ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম -সেবা এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর দিক-নির্দেশনা ও তত্বাবধানে বিরল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত পোনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাবুল মিয়ার বসত বাড়ীর খুলিয়ানের দরজার সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নরোত্তমপুর গ্রামের আয়জুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলামকে (৩২) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও ১ টি ১০০ সিসি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় শাহিনুর এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।