দিনাজপুরে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ লুৎফর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব দিনাজপুর ক্লাষ্টার এর সেক্রেটারী একরাম হোসেন তালুকদার, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, সেক্রেটারী মোঃ ফারুক হোসেন, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জুলফিকার হোসেন, সেক্রেটারী ছামিদার রহমান, সাবেক সেক্রেটারী হাসান আলী, কালব উপজেলা ব্যবস্থাপক বিশ^নাথ রায় ও বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপক মাহাবুর আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালব এর জেলা ব্যবস্থাপক অরুন কুমার ঘোষ। সভার ১ম অধিবেশনে উপস্থিতি ও নাম রেজিষ্ট্রেশন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং ২য় অধিবেশনে সভাপতির স্বাগত বক্তব্য, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সমূহ পঠন ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, বার্ষিক হিসাব বিবরণী বিবেচনা ও অনুমোদন, উদ্ধৃত্তপত্র, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন, ঋণ নীতিমাল ও ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও অনুমোদন, সমিতির নিরীক্ষা প্রতিবেদন বা তদন্ত রিপোর্ট উল্লেখিত বিষয়ে নিবন্ধকের বরাবরে প্রেরণের জন্য পরিপালন পত্র অনুমোদন, অতিথিবৃন্দের বক্তব্য, রাফেল ড্র ওপুরষ্কার বিতরণ শেষে সভার সভাপতর সমাপণী বক্তব্য ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us: