১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় অনুষ্ঠিত




বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২৫, ২৩:০৮ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরে আলম সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, সাধারণ সদস্য মহবুর রহমান, মুরসালিন হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, এ বি মাসুমসহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মতবিনিময়কালে বলেন, বিগত ১৫-১৬ বছরে আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা অযুহাত দিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছিল। কাজেই সাংবাদিক ভাইদের বলবো আপনারা কোন দলের হবেন না, দলের হয়ে কাজ করবেন না। আপনারা আপনাদের ঐতিহ্য রেখে যে দলের যে কেউই অপরাধ করুক না কেনো তা তুলে ধরবেন। কারণ আমি মনে করি সাংবাদিকদের দাবিয়ে রাখা হয়েছিল। তাদের দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল। আমাদেরকে সেখান থেকে বেড়িয়ে আসতে হবে। সমাজে অনেকে বিদ্রুপ করে বলে সাংঘাতিক! আপনাদের এমন জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। আপনাদেরকে যেন সাংবাদিক হিসেবে মানুষ সম্মান দেখাতে পারে। আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। আমি  আশা রাখি আপনাদের সত্য লেখনীর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র আমরা জানতে পারবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET