মোঃসোহাগ হোসেন বেনাপোল থেকেঃ বিরল রোগে আক্রান্ত ৪ মাস বয়সী শিশু দ্বীন মোহাম্মদ ওরফে আলিফকে বাঁচাতে চিকিৎসা সাহায়তার প্রয়োজন। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চান্দেরপোল গ্ৰামের বাসিন্দা ভ্যানচালক পিতা শাহারুল ইসলাম ইতিমধ্যে ছেলের চিকিৎসার জন্য সহায় সম্বল শেষ করেছেন।এখন তারকাছে কোনো পয়সাকড়ি নেই।দিন আনা দিন খাওয়া পরিবারে আলিফকে নিয়ে এখন শুধু আহাজারী।এখন শুধুই আল্লাহ্ ‘র উপর ভরসা করা ছাড়া আর কিছুই করার নেই শহিদুলের।
একমাত্র পুত্রের চিকিৎসার টাকা জোগাড় করতে শিশুটিকে সাথে নিয়ে মা রাবেয়া খাতুন ছুটে চলেছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
আলিফ তাদের খুবই আদরের সন্তান।নাড়ীছেড়া ধন।ছেলেকে বাঁচাতে রাবেয়া সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। বিত্তবানরা অনুগ্রহকরে সাহায্যের হাত বাড়াবেন।
আলিফের সাহায্য পাঠানোর জন্য ,
যোগাযোগঃ-
০১৯০৪-২৯৮১২৮ রাবেয়া, চান্দের পোল, ঝিকরগাছা, যশোর।