বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে মুকুন্দপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সার্বিক ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন।
এ সময় জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মমতাজুল আলম স্বপন ও নুর আলম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি সাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাইজুল ইসলাম অমি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us: