দিনাজপুরের বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলার সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে মিজান শপিং মলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক মাহফুজার রহমান, নূরে আলম সিদ্দিকী, আব্দুল করিম ও শিমুল কুমার রায় প্রমূখ।
মানববন্ধনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, সেখানে বেতন গ্রেড ১৩তম। অথচ অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। এছাড়াও স্নাতক বা সমমান পাশ এবং এর কম যোগ্যতা সম্পন্ন সরকারের অন্যান্য দপ্তরে চাকরিজীবিদের সাথেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের বৈষম্য রয়েছে, যা অমানবিক। এ বৈষম্য দূর করে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান বক্তারা।
আগামী ২৯ সেপ্টেম্বর, রবিবার সহকারী শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।
Please follow and like us: