২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন




বিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৪, ২০:১১ | 621 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখির বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ। ৩০ ডিসেম্বর, সোমবার স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে জানাজানি হয়। এর পর থেকেই বদলি আদেশের সত্যতা যাচাইয়ের জন্য সাধারণ মানুষ হাসপাতালে এসে ভিড় করতে থাকে। এক পর্যায়ে বিকেলেই তাঁর বদলি আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী, সাধারণ ব্যবসায়ী ও ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের পক্ষে রায়হান কবির জনি, ছাত্র-জনতার পক্ষে আকবর আলী, সাদিয়া আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান একেবারে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হাসপাতাল এলাকার চারপাশে নর্দমা ও ময়লার স্তুপে নিমজ্জিত হয়েছিল। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে সাধারণ মানুষ প্রাইভেট ক্লিনিক গুলোতে যেতে বাধ্য হতো। কিন্তু বর্তমানে গোলাম রসুল রাখি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব নিয়ে আসার পর থেকে হাসপাতালের পূর্বের চিত্র বদলে যায় এবং সেবার মান উন্নত হতে থাকে। বিভিন্ন টেস্টের জন্য মেশিন ও সরঞ্জামাদি সহ ওষুধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে বিরামপুর থেকে বদলির অপপ্রয়াস চালাচ্ছেন। সেজন্য তাঁর বদলির আদেশ বাতিলের দাবিতে এই মানববন্ধন। অনতিবিলম্বে তার বদলির আদেশ বাতিল করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET