জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া অধিশাখা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ২৭ আগস্টের এক বিজ্ঞপ্তি মোতাবেক দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে সাত সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়।
এরই প্রেক্ষিতে উক্ত নির্দেশনার আলোকে দিনাজপুরের বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৩রা নভেম্বর বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন সাক্ষরিত এক স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাত সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির আহ্বায়ক হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন (পদাধিকার বলে) এবং সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী (পদাধিকার বলে)।
এ্যাডহক কমিটির বাকি পাঁচ সদস্য হলেন, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ক্যাটাগরিতে খেলোয়াড় রবিউল করিম বিপ্লব, খেলোয়াড় শাহিনুর আলম, ক্রীড়ানুরাগী ক্যাটাগরিতে সিনিয়র প্রভাষক আনোয়ারুল হাবিব রিটন, ছাত্র প্রতিনিধি ক্যাটাগরিতে ছায়েবিন আলম এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল।
পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই এ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
Please follow and like us: