সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রশাসনের সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকালে উপজেলা সদরে বিপ্লবী চত্বরে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ উপজেলা থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি চিরতরে উৎখাত এবং সকল অফিসে সুশাসন ও জনসেভা নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ (কর্মকর্তা) সংস্কার সহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পাদন করে দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রেরণ করতে হবে। ফাইল আটকে রেখে সময় ক্ষেপন করা যাবে না, যা আর্থিক সুবিধা লাভের কৌশল, যা জনসেবার অন্তরায় হয়ে না যায়। পুলিশ প্রশাসন সহ বিচার নিশ্চিত এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পরে মানববন্ধনের সকল চিত্র, ফটো, আলোচনার ভিডিও কপি, স্বারকলিপি প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব কাছে পৃথক ভাবে প্রেরন করে শিক্ষার্থী সহ ছাত্র জনতা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করে ছাত্র জনতা।
Please follow and like us: