সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা অনলাইন মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা জয় SET Center এর ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
বোধবার ( ১৮ অক্টোবর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রসাশন প্রাঙ্গনে ডিজিটাল সংযোগ স্হাপন ( ইডিসি) প্রকল্পের আওতায় ( স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগিতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী ,বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
Please follow and like us: